1. info@businessstdiobd.top : admin :
  2. 123@abc.com : itsme :
রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৬ অপরাহ্ন

একজন ‘সুপারহিরো’ শিক্ষক!

সেনাবাহিনীর পোশাক গায়ে এক অফিসার চেয়ারে বসে আছেন। স্কুল ড্রেস পরা একদল ক্ষুদে শিক্ষার্থী তার সামনে দাঁড়িয়ে কাঁদছে। অফিসার তাদের মাথায় হাত বুলিয়ে আদর করে কান্না থামানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন। এ দৃশ্য যে কাউকে মর্মাহত করবে। তবে চোখের জল আটকাতে কষ্ট হবে যখন শুনবেন এই অফিসার তাদের সদ্য সাবেক শিক্ষক। আর শিক্ষার্থীরা কাঁদছে কারণ তারা তাকে যেতে দিতে চায় না।

লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ নাজমুর রহমান। রংপুরের দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ। ফেসবুকে তিনি পোস্ট করেছেন শিক্ষার্থীদের কান্নার ছবি ও ভিডিও। ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজগুলোতে নিয়মিতই অধ্যক্ষ পরিবর্তন হয়। আসেন নতুন কোন কর্মকর্তা। তবে নাজমুর রহমান শিক্ষার্থীদের চোখে একজন ‘সুপারহিরো’। তারা তাকে ছাড়তে চান না কোনমতেই।

নাজমুর রহমান লিখেছেন, ‘আমার অফিসে এসে শিশুরা কাঁদতে কাঁদতে বলে গেল- আপনি চলে গেলে আমরা স্কুলে আসব না। আমি বোঝানোর চেষ্টা করলাম, স্কুলে না আসলে তোমরা বড় হতে পারবে না। সাথে সাথে চিৎকার করে কেঁদে কেঁদে বললো- আমরা বড় হব না। আমাদের বড় হওয়া লাগবে না…!

তথ্যসূত্র: বনিকবার্তা ডটকম।

আরো পড়ুন
© All rights reserved © 2019 Business Studio
Theme Developed BY Desig Host BD