হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ পেলেন এইচএমডি গ্লোবাল ও সিএমপিএল নকিয়া ৬.১ প্লাস প্রি-বুকিং দেওয়া ৫ গ্রাহক।
এইচএমডি গ্লোবাল, হোম অব নকিয়া ফোন গত মাসের প্রথম সপ্তাহে তাদের ফ্লাগশিপ ডিভাইস নিতে যারা অগ্রিম বুকিং দিয়েছিলেন তাদের মধ্য থেকে ৫ জনকে বিজয়ী ঘোষণা করে।
তারা হলেন এসএম মোজাহিদ, মো: মিরাজ, শেখ সাদমান সাকিব, মো: জাকির হোসেন ও মো: সায়েদুর রহমান। ঢাকার অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে হেলিকপ্টারে নরসিংদীতে যান তারা। আনন্দায়ক ভ্রমণ শেষে তারা আবার ঢাকা ফিরে আসেন।
উল্লেখ্য, গত অক্টোবরে ফ্লাগশিপ নকিয়া ৬.১ প্লাস বাংলাদেশের বাজারে আনা হয়।