1. info@businessstdiobd.top : admin :
  2. 123@abc.com : itsme :
শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ০১:১২ পূর্বাহ্ন

বিল্ডিং নির্মানে ইট, বালু, রড ও সিমেন্টের হিসাব!

বাড়ি তৈরীর জন্য হিসাব জানা বেশ জরুরী। নাহলে আপনি বাড়ি তৈরীর সাঠিক বাজেট করতে পারবেন না। সেই সাথে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে কয়েকগুন। আর একজন দক্ষ সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আপনার জেনে রাখা প্রয়োজন এ সকল গুরুত্বপূর্ণ তথ্য। তো চলুন জেনে নেওয়া যাক বিল্ডিং নির্মাণে যে তথ্য গুলো জেনে রাখা উচিত সে সম্পর্কে।
.
১ ব্যাগ সিমেন্ট এ পানি লাগে ২১ লিটার। ১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে। ০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। ছলিং এ প্রতিস্কয়ার ফুট এর জন্য ০৩ টি ইট লাগে। ০৯ টি পিকেট ইট দিয়ে ১ সিএফটি খোয়া হয়। ১ টি ইটে খোয়া হয় ০.১১ ঘনফুট।

১ স্কয়ার ফুট গাথুঁনিতে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ০.০২১ ব্যাগ, বালু লাগে ০.১২ ঘনফুট। ১ স্কয়ার ফুট ইটের গাথুঁনিতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ০.০২০ ব্যাগ, বালু ০.১২৪ ঘনফুট। ১ ঘনফুট ঢালাইয়ের জন্য ১:২:৪ অনুপাতে সিমেন্ট লাগে ০.১৭২ ব্যাগ,বালু লাগে ০.৪৫ ঘনফুট, খোয়া লাগে ০.৮৮ ঘনফুট। গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।

বি.দ্র :- প্লাস্টারের ফ্রেশ সাইডে মসলার পুরুত্ব আধা ইন্চি এর রাফ সাইডে মসলার পুরুত্ব পনে এক ইঞ্চি বা ১৫ মিমি। সিলিং প্লাষ্টারে (১:৩ বা ১:৪) অনুপাতে সিমেন্ট দেয়া যায় । এবং মসলার পুরুত্ব 6 মিমি। বীম এবং কলাম সিলিং এর জন্য। প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।

ইটের মাপ: প্রচলিত নিয়মে: মসলা ছাড়া (৯.৫” x৪.৫” x২.৭৫”) মসলাসহ = (১০” x৫” x ৩”) কনভার্ট এর জন্য:- 10 mm =1 cm, 100 cm = 1 m, 1″ = 25.4 mm, 1″ = 2.54 cm, 39.37″ = 1 m, 12″ = 1′ Fit, 3′ = 1 Yard (গজ), 1 Yard = 36″, 72 Fit = 1 bandil.

রডের হিসাব: 1″ = 8 suta, 1/2″ = 4 suta, 1/4″= 2 suta, 1/8″ = 1 suta বি.দ্র:- ১ সুতা = ৩.২০ মিলি প্রায়। রডের ওজন {(dia x dia) ÷162.2 }÷3.28 = kg, ৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি। ১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি। ১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি। ১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি। ২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি। ২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি। ২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।

তথ্যসূত্র: ড্রিম হাউস ডিজাইন এন্ড কনস্ট্রাকশন

আরো পড়ুন
© All rights reserved © 2019 Business Studio
Theme Developed BY Desig Host BD