1. info@businessstdiobd.top : admin :
রবিবার, ১৬ মে ২০২১, ০৩:০৪ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের চেয়ে ৭ গুণ বেশি আকাশচুম্বী ভবন তৈরি করেছে চীন।

চলতি বছর বিশ্বের যেকোনও দেশের চেয়ে বেশি আকাশচুম্বী ভবন বানিয়েছে চীন। শুধু তাই নয়, অতীতের সব রেকর্ড পেছনে ফেলেছে তারা।

২০১৮ সালে চীন যত আকাশচুম্বী ভবন তৈরি করেছে, এই পরিমাণ ভবন এক বছর সময়ের মধ্যে ইতিহাসে আর কখনও নির্মিত হয়নি।

সম্প্রতি কাউন্সিল অব টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাট-এর এক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

সংস্থাটি জানায়, চীনের বিভিন্ন শহরে এবার ৮৮টি আকাশচুম্বী ভবন তৈরি হয়েছে, যেগুলোর গড় উচ্চতা ২০০ মিটার বা ৬৫৬ ফুট। এর মাধ্যমে এক বছরে আকাশচুম্বী ভবন নির্মাণের রেকর্ড গড়েছে চীন।

এক বছরে আকাশচুম্বী ভবন তৈরির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটি সব মিলিয়ে এ ধরনের ১৩টি ভবন নির্মাণ করেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের চেয়ে প্রায় ৭ গুণ বেশি আকাশচুম্বী ভবন তৈরি করেছে চীন।

কাউন্সিল অব টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাট-এর হিসাব বলছে, গত দশ বছরে বিশ্বে আকাশচুম্বী ভবন তৈরির হার বাড়লেও চলতি বছর এ ধরনের ভবন তৈরি কিছুটা কমেছে। ২০১৮ সালে আকাশচুম্বী ভবন তৈরি হয়েছে ১৪৩টি। আর গত বছর এই সংখ্যাটি ছিল ১৪৭।
আরো পড়ুন
© All rights reserved © 2019 Business Studio
Theme Developed BY Desig Host BD